কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘এমসিজে সপ্তাহ ২০২২’

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

২০ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘এমসিজে সপ্তাহ ২০২২’

কুবি প্রতিনিধি : ইমরান হোসাইন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘এমসিজে সপ্তাহ ২০২২’৷ যা আগামী ২০২২ এর পহেলা জানুয়ারি থেকে শুরু হয়ে পুরো সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হবে।

এমসিজে সপ্তাহ ২০২২ এর আয়োজন নিয়ে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী উপদেষ্টা অর্ণব বিশ্বাস বলেন, প্রায় দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে বিরতির পর শিক্ষার্থীদের মাঝে পুনরায় প্রাণ সঞ্চার করতে বিভাগ কর্তৃক এই আয়োজন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক এই বিষয়গুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আগের মতো প্রাণোচ্ছল পরিবেশে ফিরে আসার সুযোগ পাবে বলে আশা করি।

এমসিজে সপ্তাহের সপ্তাহব্যাপী এই আয়োজনে বিভাগটির শিক্ষার্থীরা সঙ্গীত, (রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দেশাত্নবোধক গান, আধুনিক গান) আবৃত্তি, ক্রিকেট, ভলিবল এবং দুইটি গ্রামীণ খেলা – গোল্লাছুট এবং দাড়িয়াবান্ধায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া শুধুমাত্র বিভাগের ছাত্রীদের জন্য ক্যারমেরও আলাদা ইভেন্ট রয়েছে এই আয়োজনে।

উল্লেখ্য, এমসিজে সপ্তাহের এসব আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত ইভেন্ট ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে নিজেদের নাম জমা দিতে পারবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news