সিঙ্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

২০ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

সিঙ্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
সিঙ্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের ছবি।

প্রতিবারের মত এবার ও ১৮ ও ১৯ ডিসেম্বর সিংগাপুর এর ৮ টি রিক্রিয়েশন সেন্টারে আয়োজন করা হয় আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক দিবস উৎযাপন । তারই ধারাবাহিকতায় Terusan Recreation Centre এবং Kanji recreation Centre এ সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার(MOM) এবং জেটিছি (JTC) এর সহযোগিতায়, 24asia, SamaSama, WIMBY সহ বিভিন্ন কর্পোরেট ও কমিউনিটি সংগঠনের তত্ত্বাবধানে জমকালো অনুষ্ঠান ও চোখ ধাঁধানো কনসার্ট পারফরম্যান্সের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানান দেশের মানুষদের নিয়ে ২ দিন ব্যাপী পালন করা হয় এ দিবসটি ।

অভিবাসী শ্রমিক প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি । জাতিসংঘে সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিলেও মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৮ ডিসেম্বর, ১৯৯০ সালে সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চু্ক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে।

নাজমুল খান ও কারি তামুড়া এই অনুষ্ঠানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে Terusan Recreation Centre এ উপস্থিত ছিলেন Koh Poh Koon (Senior Minister of state of the Ministry of Health of Singapore).

24asia কর্তৃক সাজানো বাংলাদেশের ঐতিহ্য ও কালচার সম্পর্কে প্রদর্শিত Made in Bangladesh বুথটি। এবং সেখানে থাকা বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন ইন্সট্রুমেন্ট সম্পর্কে জানতে চান ও সেই সাথে এত সুন্দর ক্রিয়েটিভ পরিবেশনার জন্য 24asia এর সকল মেম্বারদের ধন্যবাদ জানান।

তারপর তিনি দীর্ঘসময় স্টেজের সামনে বসে উক্ত অনুষ্ঠানে আগত পারফর্মারদের পারফরম্যান্স দেখেন উপভোগ করেন। সর্বশেষে অনুষ্ঠানে আগত সকল অভিবাসী শ্রমিক ভাইদেরকে আবারো শুভেচ্ছা জানানোর সাথে সাথে সবার উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনা মূলক উপদেশ দেন। শুধু তাই নয় বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে দক্ষ শ্রমিক ও তাদের মধ্যে অন্তরগত অনেক ধরণের দক্ষতা বের করে আনার লক্ষ্যে বিনা পারিশ্রমিকে এ বিনামূল্যে বহুমুখী ট্রেনিং এর মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনার জন্য সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার একটি সম্মাননা সূচক সার্টিফিকেট তুলে দেন 24asia এর ফাউন্ডার নাজমুল খান এর কাছে।

অনুষ্ঠানটিতে বিভিন্ন সংগঠনের মোট ১৮ টি বুথ ছিল। সব কয়টি বুথেই ছিল আগত সকল প্রবাসীদের জন্য মজার মজার গেম শো। এছাড়াও ছিল ছবি তুলে তাৎক্ষণিক প্রিন্ট এর মাধ্যমে ছবি নেয়ায় সুব্যবস্থা। বিনোদনের জন্য আয়োজন করা হয়েছিল নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সকল পারফর্মারদের জন্য ছিল কিছু উপহার সামগ্রী। এছাড়াও আগত সকলদের দেওয়া হয় মাস্ক সহ আরো নিত্যপ্রয়োজনীয় উপকরণ সামগ্রী।

সর্ব শেষে কোভিড প্যানডেমিক এর আগে ও পরে থেকে শুরু করে বিগত কয়েক বছর ধরে যারা কমিউনিটির জন্য সেই সাথে অভিবাসী শ্রমিকদের জন্য যারা নিরলস পরিশ্রম এর মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন, সেই সকল মাইগ্রেন্ট হিরোদেরকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে সার্টিফিকেটের সাথে সম্মাননা সূচক উপহার এপেল এর আইপ্যাড তুলে দেন কারি তামুড়া, নিকোল ও নাজমুল খান।

অনুষ্ঠানটির আয়োজকদের মধ্যে করি তামুড়া বলেন, গত দুই বছর আমরা কোভিড এর জন্য বড় কোনো অনুষ্ঠান উৎযাপন করতে পারিনি। এই প্রথম এতো বোরো পরিসরে অনুষ্ঠানটিতে সহযোগিতা করার জন্য সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার(MOM) এবং জেটিছি (JTC) ধন্যবাদ জানান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news