বাকেরগঞ্জের নিয়ামতিতে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে জনমনে আতঙ্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

বাকেরগঞ্জের নিয়ামতিতে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে জনমনে আতঙ্ক

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ নিবাচন। নিয়ামতি ইউনিয়নটি ৪টি জেলার মোহনা হওয়ায় অবৈধ অনুপ্রবেশের সুযোগ রয়েছে। যে কারনে সামনে ইউনিয়ন পরিষদকে টার্গেট করে বহিরাগত অস্ত্রধারী ডাকাত এবং সন্ত্রাসীদের নিয়ামতি ইউনিয়নে আনাগোনা দেখে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।

পুরনো দিনের সকল পেশাদার অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের নিয়ামতিতে অবাধ বিচরণ দেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে হত্যাকাণ্ডের মতো নারকীয় ঘটনাগুলোর মতই প্রাথমিক পরিবেশ তৈরি হয়েছে নিয়ামতিতে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনমুখী নানা ধরনের সহিংসতা প্রতিরোধে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। ইতিমধ্যের তাদের তত্ত্বাবধানে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে । তিনি আরো বলেন, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ অবৈধ আগ্নেয়াস্ত্র-মারণাস্ত্র বহনসহ নিবাচনী পরিবেশ অস্থতিশীল করতে যারা জড়িত থাকবেন, প্রশাসনের মাধ্যমে সেই সকল অস্ত্রধারীদের তথ্য সকল ধরনের নির্বাচন পরিপন্থী এবং ভয়াবহ সাংঘর্ষিক পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় কঠোর হস্তে দমন করা হবে ।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন বলেন , যে সকল ব্যক্তিগণ রাষ্ট্র ও সমাজবিরোধী এবং মাদক সন্ত্রাসের সাথে জড়িত। তাহাদের লিস্ট এবং ছবি আমাদের কাছে রয়েছে । তাদের ট্রেস করা মাত্র আইনি হাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া বাকেরগঞ্জের তিনটি ইউনিয়নের চতুর্থ ধাপের নির্বাচনে ভোট নির্ভর প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে ।

সরকার ও প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসি ঘোষণা করা হয়েছে । আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যদি কোন চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী কাহারো প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগসাজশে কোন অপ্রীতিকর এবং সাংঘর্ষিক ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রশাসন প্রচলিত আইনের ধারা মতে তাদেরকে কঠোর হস্তে দমন করবে।

নির্বাচনী মাঠে দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন, রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন।

তাছাড়া বহিরাগত চিহৃিত প্রশ্নবিদ্ধ অনুপ্রবেশকারীদের রূখতে নিয়ামতি ইউনিয়ন নিরাপত্তা চাঁদের ঢাকা থাকবে। কোন ব্যাক্তির কোন ধরনের হেঁয়ালিপূর্ণ কথা-বার্তার কারণে যদি অপ্রিতিকর সংঘর্ষিক ঘটনা ঘটে ব্যাক্তি যতই ক্ষমতাধর হোক কোন ছাড় দেয়া হবে না।

মো ইমাম হোসেন রিদয়।। বাকেরগঞ্জ (উপজেলা প্রতিনিধি) বরিশাল।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news