আসুন উপকূলীয় অঞ্চলের শীতার্ত অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াই

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৫ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

আসুন উপকূলীয় অঞ্চলের শীতার্ত অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াই

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই।

সাতক্ষীরা জেলার সর্ব দক্ষিণে উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়ন ও ৬ রমজাননগর ইউনিয়নে দারিদ্র্য জনগোষ্ঠী আদিবাসী সম্প্রদায় ও অনেক বাঘ বিধবা, অসহায় দারিদ্র্য দিনমজুর পরিবার আছে তাদেরকে আপনার আমার একটু সহায়তা আনবে সুখের হাড় কাঁপানো সুখের স্বস্থি,, আপনার একটু শীতবস্তু দানে,বাঁচাতে পারে একজন মানুষের প্রান।

এছাড়া এই উপকূলে দেখা মেলে নানা রকম পথ পাগলের যাদের জীবন যাপন খুবই কষ্টকর, অনেকেরই সখের ঋতু শীত,।কিন্তু জানেন,শীতে ধনাঢ্যরা শীত নিবারনের জন্য সুন্দর ব্যাবস্হা থাকলেও বিপর্যয়ে পড়ে অসংখ্য অসহায় দারিদ্র মানুষ আছে যাদের জন্য শীত এক আতংকের নাম।এগিয়ে আসুন! এই অসহায় মানুষগুলোর খালি গায়ে সামর্থ অনুযায়ী পরিয়ে দিন সামান্য শীতবস্ত্র ।এই সামান্য হবে অনেক।আমরা সবাই যদি একটু-আধটু করে এগিয়ে আসি ,তাহলে অসহায় মানুষগুলো বাঁচার জন্য একটু আশ্রয় খুজে পাবে।তাই আমাদের সাধ্যমত এই অসহায় দারিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়াই ।হয়ত কিছু মানুষের মুখে হাসিঁ ফোটাতে পারবো, বাঁচাতে পারে কিছু অবহেলিত অমূল্য প্রান।

এই মহানুভবতা সাহায্য সহযোগিতায় শীত বস্ত্র দানে হাত বাড়িয়ে দিতে পারেন আপনি ও,,, আপনার পুরানো শীতের পোশাক ও পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে,,এই মহান কাজে হতে পারেন আপনি ও অংশীদার আমরা উদ্যোগ নিয়েছি প্রায় ৩০০ পিচ কম্বল বিতরণ করবো প্রকৃতি গরীব দুঃস্থ মানুষের কাছে যাহা তারাই পাবে প্রকৃত যোগ্য মানুষেরা।

আমাদের মাধ্যমে আপনার দান আপনি নিজে করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ, ইমু,গুগল মিট,ফেসবুক ম্যাসেন্জার।

প্লিজ দয়া করে একটু সহায়তা করুন সাতক্ষীরা উপকূলের অসহায় মানুষদের।

সহায়তা পাঠাতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

সাংবাদিক মোঃ আল-আমীন হোসেন

মোবাইল নং 01961944248

সাংবাদিক মোঃ আলফাত হাসান

মোবাইল নং ০১৯১৪৩৯৪১২৯

নগত নং ০১৭৫৯৪১০২২৯

আলফাত হাসান: সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news