ডোমারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ডোমারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে ডিসেম্বর) বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে পাঙ্গা চৌপথী ব্যবসায়ীদের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এতে সভাপতিত্ব করেন- ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় বড় ঘোড়ার দৌড়ে প্রথম হন কাফি বানিয়া ও দ্বিতীয় হন আব্দুল হাদী। আরেক ইভেন্টে ছোট ঘোড়ায় প্রথম হন পল্লী চিকিৎসক বাবু ও দ্বিতীয় হন রাশেদ মিয়া। তাদের পুরস্কার হিসেবে নগদ অর্থ দেয়া হয়েছে।

আজমির রহমান রিশাদ: পত্রিকা একাত্তর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news