কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

কক্সবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উখিয়ায় এক মাদক বিরোধী  অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে ২৬০০ পিছ ইয়াবাসহ  আটক করতে সক্ষম হয়েছে। 

২১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে  জেলার উখিয়া উপজেলার  কোর্টবাজার ষ্টেশনের হোটেল শাহ মজিদিয়া'র সামনে এ অভিযান পরিচালনা করা হয়।  

আটককৃত মাদক কারবারি হল  জাহাঙ্গীর আলম (৩৪)। সে উখিয়া উপজেলার  রাজাপালং ইউপির ৬ নং ওয়ার্ডের হাজির পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

কক্সবাজার জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে, সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টীম গোপন সূত্রে উখিয়ার কোর্টবাজার ষ্টেশনে অভিযান চালিয়ে শাহ মজিদিয়া হোটেল এন্ড রেস্তোরেন্টের সামনে আটককৃত ব্যাক্তিকে থামিয়ে  তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্বার করা হয়।

এ ব্যাপারে আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে  উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে  বলে সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।

এফ.করিম, কক্সবাজার থেকে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news