থানা পুলিশের অভিযানে বিএনপি'র ১১ নেতাকর্মীকে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

থানা পুলিশের অভিযানে বিএনপি'র ১১ নেতাকর্মীকে গ্রেফতার
ছবি সংগৃহীত | পত্রিকা একাত্তর

বটিয়াঘাটা প্রতিনিধি: পুলিশী অভিযানে বটিয়াঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১১জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। খুলনা সদর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর কেএমপির খুলনা থানায় পুলিশের দায়েরকৃত সহিংসতা মামলায় গ্রেফতার দেখান হয়েছে তাদেরকে।

খুলনা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি,পুলিশি অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানি বন্ধ করার জোর দাবি জানান। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এ হুশিয়ারি উচ্চারণ করেন নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

তিনি অভিযোগ করেন,সোমবার দিনগত রাতে খুলনা থানা পুলিশ নিজস্ব এলাকার বাইরে গিয়ে রাতভর অভিযান চালিয়ে বটিয়াঘাটা থানা বিএনপির নেতাকর্মীদের বাড়িবাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করে। সকালে ঘটনার বিষয়ে জানতে লবনচরা ও হরিণটানা থানার ওসি’র সাথে যোগাযোগ করলে তারা অভিযান প্রসঙ্গে কিছু জানেন না বলে জানান। খুলনা থানা পুলিশ গত ২২ নভেম্বরের সহিংসতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন- সাবেক সাধারণ সম্পাদক বটিয়াঘাটা থানা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক খন্দকার ফারুক হোসেন, নুরুল ইসলাম মামুন, মিজানুর রহমান মিজান, নূর ইসলাম, আহাদ, হেমায়েত হাওলাদার, আলমগীর, আনসার, আব্দুস সামাদ, জাকির হোসেন ও বাঘা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news