ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় তোজার নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

সংবাদ প্রকাশের জের ধরে ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েন(তোজা)।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) সংগঠনের অর্থ ও দপ্তর সম্পাদক জুয়েল ইসলাম শান্তের স্বাক্ষরে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

আহত সাংবাদিকরা হলেন,পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন,পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ফাইদুল ইসলাম ও দৈনিক সকালের সময় পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান বুলু।

এ ঘটনায় সাংবাদিক ফাইদুল ইসলাম বাদী হয়ে রিয়ানসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনকে মঙ্গলবার(২১ ডিসেম্বর) পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে সংবাদ প্রকাশের জের ধরে গত সোমবার (২০ ডিসেম্বর) রাতে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া নামকস্থানে পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলমের ছেলে রিয়ানের নেতৃত্বে ১৫/১৬ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক ফাইদুল ইসলামের পথরোধ করে। এরপর ঐ সন্ত্রাসীরা সাংবাদিক ফাইদুল ইসলামকে বেধরক মারপিট করে এবং ফাইদুলের মোটরসাইকেল ভাংচুর করে। এসময় সাংবাদিক জাকির হোসেন ও মাহাবুবুর রহমান বুলু বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরও মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় সাংবাদিক ফাইদুল ইসলামকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ জানান, সাংবাদিকদের মারপিট ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা সত্যিই ন্যক্কারজনক। সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। ঠাকুরগাও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছি।

এ বিষয়ে পীরগঞ্জ ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলমকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আব্দুল্লাহ আল সুমন: স্টাফ রিপোর্ট (ঠাকুরগাঁও)।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news