ঐতিহ্যবাহী বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ঐতিহ্যবাহী বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন আজ

আজ ঐতিহ্যবাহী বাগেরহাট প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটি ২০২২ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ১৪ টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ইতোমধ্যে তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ১৪টি পদের সব কটিতে নীহার- বাকী প্যানেল থেকে প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে নিহার রঞ্জন সাহা (বিটিভি), সহ-সভাপতি পদে ইসরাত জাহান (যায়যায়দিন), সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী (ভোরের কাগজ), সহ সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী) অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম শামসুর রহমান (আরটিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে নকিব সিরাজুল হক (স্পন্দন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে শেখ আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন (সমকাল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), ফকির হাসান আলী (আমাদের অর্থনীতি), এস এস শোহান (আমার সংবাদ), আল আমীন খাঁন (আজকালের খবর) প্রতিদ্বন্দিতা করছেন।

অপর দিকে সভাপতি পদে বাবুল সরদার (জনকন্ঠ),সহ সভাপতি পদে নিয়ামুল হাদী রানা (আমাদের সময়), সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস( দৈনিক কল্যান) সহ সাধারন সম্পাদক পদে লিটন সরকার (দেশের কন্ঠ) অর্থ সম্পাদক পদে খন্দকার আকমল উদ্দিন সাখী (বাংলাদেশ বেতার), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে আজাদুল হক (সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরিন্দম দেবনাথ ( গ্রামের কাগজ),নির্বাহী সদস্য পদে মোয়াজ্জেম হোসেন মজনু (দিনের আলো), আলী আকবর টুটুল (সময়টিভি) প্রতিদ্বন্দিতা করছেন। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে বলে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মো. ইয়ামীন আলী জানিয়েছেন।

মল্লিক জমান: রামপাল, বাগেরহাট।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news