পটুয়াখালী যথাযোগ্য মর্যাদায় ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূল দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় সার্কিট হাউস চত্বরে প্রদীপ প্রজ্বলন করা হয়।এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, কার্যনির্বাহী সদস্য বৃন্দ সহ সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না।
যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে না, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না?এছাড়াও কর্মসূচিতে স্বেচ্ছাসেবী যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে।পটুয়াখালী জেলা প্রেসক্লাব দিবসটি উপলক্ষে ও দাবী বাস্তবায়নের পক্ষে আজকে দিনব্যাপী মানববন্ধন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
পত্রিকা একাত্তর/মোঃ মারুফ ইসলাম