নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত


উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রকাশের সময় : ১১/১১/২০২২, ১১:০০ অপরাহ্ণ / ৪৫
নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত

পটুয়াখালীর গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত পটুয়াখালী জেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

পটুয়াখালী শহরের সদর রোডের নতুন বাজার এলাকায় নতুন কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করে সংগঠনটি।শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কার্যালয়ের দোয়া মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন একোয়ার এটেস্ট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোখলেসুর রহমান।

এ-সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহসভাপতি উপাধ্যক্ষ জসিম উদ্দিন, কাইয়ুম উদ্দিন জুয়েলসহ কার্যনির্বাহী কমিটির সকল সম্পাদক ও সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।গত ১০ অক্টোবর পটুয়াখালী জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

পত্রিকা একাত্তর/মোঃ মারুফ