বাগেরহাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ০৭/১১/২০২২, ১২:২৭ পূর্বাহ্ণ / ৮৪
বাগেরহাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর সহযোগিতায় এবং বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে ০৬ নভেম্বর, ২০২২ সকাল সাড়ে ১০টায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জুলফিকার আলী মল্লিক এর সভাপতিত্বে এবং টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব।

অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য জিল্লুর রহমান, এস, এম, আবু বকর সিদ্দিক, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, সনাক সদস্য এফ, এম, মোস্তাফিজুল হক, এসিজি সহ-সম্বয়কারী সুজয় কুমার ঘোষালসহ উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।বক্তাগণ স্কুলের শিকদের পাশাপাশি বাড়িতে ছেলেমেয়েদের লেখাপড়ার পরিবেশ তৈরি করে দেয়াসহ ¯স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। তাঁরা আরো মনে করেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সম্ভব।

এছাড়া সন্তানদের সাথে ভাল ব্যবহার করা; সন্তানদের নৈতিক শিক্ষা দেয়া; ঘরে এবং বাইরে কি করে তার খোজ রাখা; মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা; ছেলে ও মেয়ের মধ্যে কোন বৈষম্য না করার আহবান জানান। এ সময় সন্তানদের লেখাপড়ার খোজ-খবর নেয়া ও যেকোন প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করারও পরামর্শ দেয়া হয়। 

উপস্থিত অভিভাবকগণ দুর্বল শিক্ষার্থীর প্রতি আরো বেশী যত্নবান হওয়া; সিলেবাস প্রদান; নিয়মিত ক্লাস নেয়া; স্কুল চলাকালীন স্কুলের গেটের বাইরে যেন শিক্ষার্থীগণ না যায় সে দিকে নজর দেয়া ইত্যাদি বিষয়ে তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রথম কাজ হবে সন্তান যেন প্রকৃত মানুষ হয় সেভাবে তাকে গড়ে তোলা। 

অভিভাবকের দায়িত্ব হবে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে সাথে কিছু খাবার ও পানি দিয়ে সন্তানকে স্কুলে পাঠানো; পারিবারিক ও নৈতিক শিক্ষা দেয়া; বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দেয়া লেখাপড়াসহ যেকোন বিষয়ে তিনি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে যোগাযোগের জন্য অভিভাবকদের পরামর্শ দেন।

এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে শতাধিক মা সহ সনাকের অ্যাক্টিভ সিটিজেন্স।

পত্রিকা একাত্তর / আবু তালেব