নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে ওই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারী, বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান মিলে ৫০টি স্টল তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। দিন শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শনী বিজয়ীদের পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি।
পত্রিকা একাত্তর