অভিনেতা জিয়াউর হক পলাশকে ফেসবুক মৃত দেখাচ্ছে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

অভিনেতা জিয়াউর হক পলাশকে ফেসবুক মৃত দেখাচ্ছে
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

জিয়াউল হক পলাশ একজন বাংলাদেশী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি "কাবিলা" চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ নামে বেশ পরিচিত হয়ে উঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়।

ব্যাচেলর পয়েন্টে খ্যাত এই প্রজন্মের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল হল পলাশকে মৃত ঘোষণা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সোশাল মিডিয়াতে সব সময় বেশ সরব পলাশ। নিজের নতুন কাজ নিয়েও আপডেট দিতে দেখা যায়। তবে এবার পলাশকেই মৃত জানালো ফেসবুক। পলাশের নিজস্ব ফেসবুক আইডিকে রিমেম্বারিং দেখাচ্ছে এই সোশাল মিডিয়া সাইট। কেউ মারা গেলে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব ফেসবুককে জানালে তখন ফেসবুক কর্তৃপক্ষ সেই আইডিকে রিমেম্বারিং করে দেয়। এ প্রসঙ্গে পলাশ বলেন, এখন পর্যন্ত আইডিতে ঢুকতেই পারছি না। তবে সমাধানের চেষ্টা চলছে। যে এই কাজ করেছেন আল্লাহ তাকে হেদায়েত দেন।

ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে অনেক চরিত্রের মধ্যে কাবিলা একজন। আর এই চরিত্রেই নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি। অনেকেই হয়ত পলাশের নাম ভুলে তাকে কাবিলা নামেই চিনে থাকে।

পত্রিকা একাত্তর/ মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news