আহমেদ শরীফের ৭৯ তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ আগস্ট, ২০২২, ১ year আগে

আহমেদ শরীফের ৭৯ তম জন্মদিন আজ

বাংলাদেশি চলচ্চিত্রে সফল খলনায়ক আহমেদ শরীফের জন্মদিন আজ। ৭৯ বছর বয়সী এই অভিনেতা প্রায় আট শতাধিক বাংলাদেশি চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও, পর্দায় ভিন্ন চরিত্রেও তার বিচরণ দেখা গেছে।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী,দেনমোহর (১৯৯৬), তিন কন্যা (১৯৮৫),বন্দুক প্রভৃতি। তার অভিনীত প্রথম ছবির নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ।

তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মান করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’।

২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ‘ফুল ফুটে ফুল ঝরে’। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ‘মাইরের ওপর ওষুধ নাই’। পারিবারিক জীবনে তার একটি মেয়ে আছে।

আহমেদ শরীফ বর্তমানে উত্তরার চার নম্বর সেক্টরে থাকেন। রাজনৈতিক জীবনে আহমেদ শরীফ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বি এন পি) এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। দশম জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি তার এলাকা কুষ্টিয়ায় কাজও শুরু করেন।

তিনি বি এন পির প্রতিষ্ঠতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি দলের সাথে জরিত ।তিনি জিসাসের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। আহমেদ শরীফ একজন চলচ্চিত্র অভিনেতা।

বাংলাদেশের চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি সুনাম কুড়িয়েছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news