কলারোয়ায় প্রথম কৃষক উদ্বুদ্ধকরন ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১ আগস্ট, ২০২২, ১ year আগে

কলারোয়ায় প্রথম কৃষক উদ্বুদ্ধকরন ভ্রমণ

কলারোয়া কৃষিতে উন্নয়ন হচ্ছে। এগিয়ে যাচ্ছে কৃষি ও কৃষক কলারোয়া ফলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কলারোয়া সহ সারাদেশে। তার মধ্যে অন্যতম গ্রীষ্মকালীন টমেটো, কুল, ধান, মাল্টা, ড্রাগন।

"বৃহত্তম কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়" কৃষক উদ্বুদ্ধকরন ভ্রমণ ২০২২ (১আগস্ট) সোমবার সকাল ১১টায় কলারোয়া আসেন মেহেরপুর জেলার তিন উপজেলার ৩০ জন কৃষক। সেই সময় তারা হেলাতলা ইউনিয়নের আক্তারুল ইসলামের মাল্টা বাগান, যুগীখালী ইউনিয়নের কামারআলী মাঠের টমেটো এবং যুগীখালী ইউনিয়ন কামারআলী মাঠের মাস্টারের ড্রাগন বাগান প্রদশর্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি অফিসার খামারবাড়ি মোঃ সামছুর আলম, মেহেরপুর সদর উপজেলা কৃষিবিদ জাহিদ হোসেন, উপসহকারী কৃষি অফিসার সমের, উপসহকারী কৃষি অফিসার তপন সহ কলারোয়া উপজেলার বিভিন্ন সফল কৃষক উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা কৃষি অফিসার খামারবাড়ি সামছুর আলম বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মধ্যে সাতক্ষীরার কলারোয়া কয়েকটি ফসলের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাঁর মধ্যে অন্যমত গ্রীষ্মকালীন টমেটো, মালটা, এবং ড্রাগন।

আক্তারুল ইসলামের মালটা বাগানে গিয়েছিলাম সেটা দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছে এবং কিছু গাছের চারা সংরক্ষণ করেছে। আশা করছি আগামীতে ভালো ফলাফল আমরা পাবো।টমেটো বাগন প্রদশর্ন করার মধ্য দিয়ে আগামী বছর থেকে আমরা এই চাষ শুরু করব। এই জেলা কর্মকর্তা আরো বলেন অল্প খরচে লাভের চাষ এগুলো।

কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। আমরা কলারোয়া উপজেলা কৃষি অফিস দিন রাত চেষ্টা করছি উপজেলার বেকার যুবক ও পরিশ্রমী কৃষকদের সাথে নিয়ে দেশকে এগিয়ে যাওয়ার জন্য। এ বছরে কলারোয়া উপজেলায় ৭৩ হেক্টর জমিতে চাষ হচ্ছে গ্রীষ্ম কালীল টমেটো। তা ছাড়াও ড্রাগন ও মাল্টা চাষে অল্প খরচে অধিক লাভ হচ্ছে।

মেহেরপুর জেলা থেকে আসা কয়েক জন কৃষক জানান, আমরা কলারোয়া থেকে মাল্টা গাছের চারা সংগ্রহ করেছি, আগামীতে আমরা টমেটো এবং ড্রাগন চাষে লাভের চাষ এবং রোগ বালায় কম আগামীতে এই চাষে আমরা অল্প পরিসরে শুরু করব।

পত্রিকাএকাত্তর /সেলিম খান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news