গুরুদাসপুরে ভ্রাম্যমান প্রাণিসম্পদ ক্লিনিক কর্যক্রমের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২৩ জুলাই, ২০২২, ১ year আগে

গুরুদাসপুরে ভ্রাম্যমান প্রাণিসম্পদ ক্লিনিক কর্যক্রমের উদ্বোধন

‘‘শেখ হাসিনার উপহার প্রাণির পাশেই ডাক্তার’’ এই স্লোগান বাস্তবায়নে নাটোরের গুরুদাসপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ এল ডিডিপি প্রকল্প হতে সরবরাহকৃত মোবাইল ভেটেরনারি (প্রাণিসম্পদ) ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন ও গাড়ির চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টায় গুরুদাসপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরনারি হাসপাতালে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস।

এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ভ্রাম্যমান ক্লিনিক কার্যক্রমে ব্যবহারের জন্য এল ডিডিপি হতে সরবরাহকৃত জাপানি মিসুবিসি শিতাতাপ নিয়ন্ত্রিত জিপ গাড়ির চাবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আলমগীর হোসেন বলেন সমপূর্ণ বিনামূল্যে সকল খামারিদের জরুরি সেবা দেওয়ার জন্য ডাক্তর সহ ৩ সদসস্যের টিম ভ্রাম্যমান ক্লিনিকের মাধ্যকে সর্বদায় সেবা নিশ্চিত করবে। এছাড়াও প্রাণির জরুরি সেবা পেতে আমাদের হট লাইন- ১৬৩৫৮ নাম্বারে যোগাযোগ করার আহব্বান করা হলো।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news