বিরামপুরে জাতীয় মৎস‍্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময়

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৩ জুলাই, ২০২২, ১ year আগে

বিরামপুরে জাতীয় মৎস‍্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময়

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন ও উপজেলা খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারন সম্পাদক মশিউর রহমান,সাংবাদিক নজরুল ইসলাম,এবিএম মুছা,মাসুদ রানা,রায়হান কবির চপল,মিজানুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় ৭দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পোষ্টার ব্যানার স্থাপন, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময়. মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

পত্রিকাএকাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news