বৃষ্টি চেয়ে দিনাজপুরে নামাজ ও ব্যাংঙের বিয়ে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

১৬ জুলাই, ২০২২, ১ year আগে

বৃষ্টি চেয়ে দিনাজপুরে নামাজ ও ব্যাংঙের বিয়ে

তাপদাহে অতিষ্ট হয়ে অনাবৃষ্টি অবসানে এবং বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার সন্তুস্টির জন্য দিনাজপুরে বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায় বিশেষ দোয়ার পাশাপাশি ব্যাংঙের বিয়ের আয়োজন করছে ভুক্তভোগিরা। আবহাওয়া তেতিয়ে উঠায় ব্যহত হচ্ছে কৃষিকাজ চাষাবাদসহ স্বাভাবিক জীবনযাত্রা।

বৃষ্টি কামনায় আজ শনিবার সকালে বোচাগঞ্জের ঈদগামাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। দুপুরের দিকে জেলা শহরের আদর্শ কলেজ চত্তরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অংশ নেন শিক্ষক কর্মচারিসহ স্হানীয় কিছু বাসিন্দা। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আমের।

এর আগে গতকাল শুক্রবার জেলা শহরের রাজবাড়ী মহল্লায় ব্যংঙের বিয়ের আয়োজন করেছিল সনাতন ধর্মের কিছু অনুসারি। সনাতনি বিয়ের প্রথায় বর কনেকে গাঁয়ে হলুদ বাদ্য বাজনার তালে মালা বদলসহ পুরোহিতের উপস্হিতিতে বিয়ের পর্বের আনুষ্ঠানিকতা সারেন আয়োজকরা। বাদ যায়নি অতিথি আপ্যায়নের পর্বও। এতে অংশ নেন ভক্ত অনুরাগীরা।

পত্রিকাএকাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news