ঈদুল আযহার জন্য প্রস্তুত হচ্ছে গোর- এ শহীদ বড় ময়দান

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৮ জুলাই, ২০২২, ১ year আগে

ঈদুল আযহার জন্য প্রস্তুত হচ্ছে গোর- এ শহীদ বড় ময়দান

পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮:৩০ মিনিটে দিনাজপুর গোর- এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। একদিকে চলছে মাঠ ভরাটের কাজ, অন্যদিকে রং করা, ধোয়া মোছা। মিনারের পিছনে অজুর জন্য চলছে পানির লাইনের কাজ।

বেশ কয়েকজন মাঠের কাগজ, পাতাসহ ময়লা - আবর্জনা পরিষ্কার করা নিয়ে ব‍্যস্ত। এভাবেই ঈদ জামায়াতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোর- এ শহীদ। আয়োজকরা জানান, গত ঈদুল ফিতরে এখানে ৬ লাখের বেশি মুসল্লির সমাগম হয়েছিল।

এবারও সেই সংখ্যক লোক সমাগমের প্রত‍্যাশা আছে তাদের। সরেজমিন ঈদগাহ মাঠে দেখা যায়, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যে মাঠে বালু ফেলে নিচু জায়গাগুলো ভরাট করা হচ্ছে। সমান করতে চলছে রোলিং।

নির্মাণ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার। মাঠে প্রবেশের জন্য চারপাশে তৈরি করা হচ্ছে তোরণ। অজুখানা ও টয়লেটের কাজও চলছে দ্রুত গতিতে। কাতারের জন্য লাইনের দাগ ও টানা হচ্ছে। দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, মাঠে কড়া নিরাপত্তার বলয় থাকবে।

থাকবে সিসি ক‍্যামেরা ও ওয়াচ টাওয়ার। এসব থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। বেশ কয়েকদিন থেকেই শহর ও এর আশেপাশের সিসি সিসি ক্যামেরা গুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব , বিজিবি, এনএসআই, ডিজিএফ আই, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন।

এর মধ্যে গোয়েন্দারা তাদের কার্যক্রম শুরু করেছেন। দেশের সবচেয়ে বড় এ ঈদগাহ মাঠের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মুসল্লিরা যাতে করে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মাঠে স্বাস্থ্যবিধি মানার বিষয়েও সবাইকে সচেতন করা হচ্ছে। দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোর- এ শহীদ ঈদগাহ মাঠের আয়তন প্রায় ২২ একর। ২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজের এ ঈদগাহর মিনার তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা এর ৫০ টি গম্বুজের দুটি করে ৬০ ফুট করে দুই মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে।

সিরামিক মোড়ানো এ মিনার গুলোতে বৈদ্যুতিক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। রাত হলে মিনার গুলো আলোকিত হয়ে ওঠে। ২০১৭ সাল থেকেই এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুরসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা - উপজেলার মানুষ। করোনার কারণে দুই বছরে মাঠে জামাত অনুষ্ঠিত হয়নি।

তবে চলতি বছরে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে। এবার ঈদে জামায়াতের ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। সকাল সাড়ে ৮ টায় এ জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /রায়হান কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news