ডোমারে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৪ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটছেন ডোমার পৌর সভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে পালিত হলো ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই জুন) সকাল ১১টায় ডোমার পৌরভবনের হলরুমে ‘যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’ এর আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র আহ্বায়ক প্রভাষক ডেইজি নাজনীন মাশরাফি নীনা।

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডোমার প্রতিনিধি জুলফিকার আলী ভূট্টো’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মিরজাগঞ্জ কলেজের উপাধ্যক্ষ কাওছার আলম বকুল, বিশিষ্ট ব্যবসায়ী নিখিল চন্দ্র সাহা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোজাফফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, ডোমার পৌরসভার নারী কাউন্সিলর উম্মে কুলছুম, শাহানাজ বেগম, নাছিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায় প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, “যায়যায়দিন পত্রিকা দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বলিষ্ট ভূমিকা রেখে এগিয়ে যাচ্ছে। যায়যায়দিন পত্রিকা ভবিষ্যতে আরো বর্ণাঢ্য কলেবরে এগিয়ে যাক এই কামনা করছি।”

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news