নেত্রকোণায় মোবাইল কোর্ট অভিযানে করা হলো অর্থদণ্ড

নেত্রকোণা জেলা প্রতিনিধি

৮ জুন, ২০২২, ১ year আগে

নেত্রকোণায় মোবাইল কোর্ট অভিযানে করা হলো অর্থদণ্ড

নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ দায়িত্ব গ্রহণের পরপরই জনস্বার্থে পরিচালনা করছেন নানা কর্মসূচি। আজ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, অঞ্জনা খান মজলিশ নির্দেশ দিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনার।

অদ্য ০৮/০৬/২২ইং তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে পাটের ব্যবহার বৃদ্ধি এবং নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০" ও ভোক্তার অধিকার রক্ষায় " ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" বাস্তবায়নে নেত্রকোণার জয়ের বাজার, ছোট বাজার ও বড় বাজার এলাকায় ব্যবসায়ীদের সচেতন করা হয়।

উক্ত অভিযানে সহায়তা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী। উক্ত আইন ভঙ্গকারী কয়েকজনকে অর্থদণ্ডও প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news