প্রতিবন্ধী কিশোরের ২ টি কৃত্রিম হাত পাওয়ার আকুতি

ভোলা জেলা প্রতিনিধি

৮ জুন, ২০২২, ১ year আগে

প্রতিবন্ধী কিশোরের ২ টি কৃত্রিম হাত পাওয়ার আকুতি

লালমোহন বদরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বগীরচর, বরনদী বাড়ি, মোঃ নাঈম ইসলাম, বয়সঃ ১৬ বছর। প্রতিবন্ধী কিশোর বৈদ্যুতিক শর্ক খেয়ে বিগত দুই বছর আগে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তার ২ টি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

গরবী পিতা, মাতা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা বাবদ ছেলের পিছনে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে । একটাই আশা ছিলো ছেলেটি তার স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজের আট দশজন ছেলের মতো চলাফেরা করবে এবং পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। ভাগ্যের কি নির্মম পরিহাস চিকিৎসকরা শত চেষ্টা করেও তার হাত দুটো স্বাভাবিক অবস্থায় রাখতে পারে নাই।

ছেলেটি হারিয়ে ফেলে তার দেহের মূল্যবান ২ টি হাত। নাঈমের বাবা মা পড়ে যায় ভীষণ দুঃচিন্তায় ছেলের ভবিষ্যৎ নিয়ে। এমতাবস্থায় কিশোর নাঈমের পরিবার দেশের প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বিত্তশালীদের প্রতি তাকিয়ে আছেন কেউ যদি তার ছেলের জন্য দুটি কৃত্রিম হাত সংস্থাপন করে দেন তাহলে তার ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে এসে চলাফেরা ও পড়াশোনা করতে পারবে। পরিবারের মোবাইল নংঃ ০১৩১৪৫৭৪৩৬৬।

পত্রিকা একাত্তর /আবুল বাশার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news