হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী হায়দার হোসেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ জুন, ২০২২, ১ year আগে

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী হায়দার হোসেন

হায়দার হোসেন একজন জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক এবং কী-বোর্ড বাদক।বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন।

হায়দার হোসেন ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবারে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান গায়কের স্ত্রী নুসরাত জাহান। ৫৮ বছর বয়সী এ গায়ক কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

নুসরাত জানান, গতকাল সকালের দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। তাকে দুই-তিন দিন এখানে থাকতে হবে। এখন আগের চেয়ে ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news