অভিযানে ৪ ক্লিনিক সিলগালা, ১০ টি আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

২ জুন, ২০২২, ১ year আগে

অভিযানে ৪ ক্লিনিক সিলগালা, ১০ টি আল্টিমেটাম

দেশ ব্যাপি বেসরকারী ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে লাইসেন্স না থাকার কারণে একটি ক্লিনিক ও ৩ টি ডায়াগনেস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া ১০ টি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে তাদের লাইসেন্স নবায়ন করতে বলা হয়েছে। অন্যথায় এ সকল ক্লিনিকেও সিলগালা করে দেয়া হবে। বন্ধ হওয়া ক্লিনিক গুলো হলো ইসলামীয়া নার্সিং হোম, রহনপুর ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার,রাজ ডায়াগনেস্টিক সেন্টার ও নিউ পপুলার মেডিসিন কনসালটেশন হোম।

সবগুলোই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় অবস্থিত। যে সকল ক্লিনিক গুলো কে ১৫ দিনের সময় দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে জমজম ক্লিনিক ও ডায়াগনেস্টিক,আল মদিনা ক্লিনিক ও ডায়াগনেস্টিক, মহানন্দা ক্লিনিক ও ডায়াগনেস্টিক, নিউ মেডিল্যাব ডায়াগনেস্টিক সেন্টার,হেফাজ উদ্দিন মেমোরিয়াল ডায়াগনেস্টিক সেন্টার ও ডিপ্লোমা ডায়াগনেস্টিক সেন্টার।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কয়েকদিন ধরে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে যাচ্ছি।

অভিযানের সময় গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট আসমা খাতুন নেতৃত্ব দিয়েছেন। লাইসেন্স না থাকার কারণে ৪টি ক্লিনিক কে সিলগালা ও লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫ দিয়ে সময় বেঁধে দিয়েছি। এই অভিযান আমাদের অব্যহত থাকবে।

উল্লেখ্য,এই এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবার মান ও পরীক্ষা নিরীক্ষা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। ইতিপূর্বে বিভিন্ন ক্লিনিকে ভুল অপারেশনের কারণে প্রসূতি ও শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যুও ঘটেছে।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news