বশেমুরবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন নুসরাত শারমিন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২৩ মে, ২০২২, ১ year আগে

বশেমুরবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন নুসরাত শারমিন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক জনাব নুসরাত শারমিন।

বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে,অত্র বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, জনাব মাসুমা পারভীন ১৯/০৫/২০২২ তারিখের আবেদন, কর্তৃপক্ষের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০১ এর ২৫-এর ৩ ধারা মোতাবেক বিভাগের প্রবীণতম শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিধায় তাকে (জনাব মাসুমা পারভীন) বিভাগীয় চেয়ারম্যান-এর দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো।

অপরপক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ও ধারা মোতাবেক মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, জনাব নুসরাত শারমিন-কে শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে এতদ্বারা নিয়োগ প্রদান করা হলো।

শর্ত হিসেবে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বকাল ০৩ (তিন) বছর হবে; এ নিয়োগ আদেশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ভাতাদি প্রাপ্য হবেন।

পত্রিকা একাত্তর /কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news