শুভ জন্মদিন চিত্রনায়িকা বিপাশা কবির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ মে, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা বিপাশা কবির

বিপাশা কবির একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১৪তম স্থান অধিকারের মাধ্যমে মিডিয়া জগতে আসেন।

বিপাশা কবির ১৯৯১ সালের ২৩ মে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ব্যবসায়ী ও মা গৃহিণী। দুই ভাই- বোনের মধ্যে বড় তিনি। বিপাশা কবির ২৩ মে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রঙ চলচ্চিত্রে “প্রেম রসিয়া” আইটেম গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘রোমিও ২০১৩’, ‘এর বেশি ভালোবাসা যায়না’, ‘জটিল প্রেম’, ‘নিষ্পাপ মুন্না’সহ আরও বেশ কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে তাকে পারফর্ম করতে দেখা যায়।

এরপর আইটেম গার্ল থেকে বেরিয়ে বিপাশা কবির জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে আনিসুর রহমান মিলনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেছেন। একে একে প্রায় ৫০ টির বেশি ছবির আইটেম গানে নেচে রূপালি পর্দায় বিপাশা কবির পেয়েছেন আলদা পরিচিতি।

নায়িকা হিসেবে কাজ করেছেন ৬টিরও বেশি সিনেমায়। সর্বশেষ বিপাশা কবির অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাষাণ’। বর্তমানে ‘গিভ এন্ড টেক’ শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শুটিং করছেন।

সম্প্রতি আপনি ‘গিভ এন্ড টেক’ শিরোনামে নতুন একটি সিনেমায় শুটিং করছেন। এখানে এখানে বিপাশা কবির একজন নার্সের চরিত্রে অভিনয় করেছে । এই সিনেমায় বিপাশা সঙ্গে বাপ্পী চৌধুরী, অধরা খান আছে। গল্পে ট্রায়াংগেল লাভ স্টোরি আছে।

তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো ইরানী বিশ্বাস পরিচালিত ‘তবুও প্রতীক্ষায়’, হিমু আকরামের ‘জলছাপ’, আলভী আহমেদ পরিচালিত ‘সমীকরণ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘আর যাবো না এভারেস্ট’, মোঃ বদরুলের ‘নীল চোখে জোছনা রাত’, হিমু আকরামের ‘জলছাপ’, ইফতেখার আহমেদ ফাহমির ‘ফিফটি ফিফটি’, আখতারুজ্জামানের ‘মহল্লার ভাই’ ইত্যাদি।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news