শ্যামনগরে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

২২ মে, ২০২২, ১ year আগে

শ্যামনগরে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল

সাতক্ষীরার শ্যামনগর সদরের নকিপুরে রাতের আধারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় বাধা দিলে জমির মালিক সুজা মাহমুদ ও পুত্র ইয়াছিন আরাফাত কে মারধোর করে ভূমিহীন নেতা মোখছেদ আলী তার ছেলে রহমত আলী, মুছার পুত্র ফারুক, মৃত আরিজুল্যা গাজীর পুত্র বারেক।

রাত একটার দিকে জমি দখল হচ্ছে শুনে জমির মালিক সুজা মাহমুদ ও পুত্র ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান মারুফ যেয়ে বাঁধা দিলে তাদের উপরে ভূমি হিননেতা মোখছেদ আলী তার ছেলে রহমত আলী, মুছার পুত্র ফারুক, মৃত আরিজুল্যা গাজীর পুত্র বারেক এর নেতৃত্বে ৩০ জনের বেশি একটি সংঘবদ্ধ দল তাদের মারধর করে, ইস্থানিয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে, তাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তিনি জানান, তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, সুজা মাহমুদের দাঁত নড়ছে ও ইয়াসিনের হাতেও আঘাত গুরুতর আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ সাতক্ষীরা প্রেরণ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শিদ জানান আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই পদক্ষেপ গ্রহণ করছি,এবং বিষটি গুরুত্বপূর্ণ ভাবে দেখছি।

পত্রিকা একাত্তর /মোঃ আলফাত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news