দশমিনায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধ সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, দশমিনা

উপজেলা প্রতিনিধি, দশমিনা

২ মে, ২০২২, ১ year আগে

দশমিনায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধ সংবাদ সম্মেলন

দশমিনা উপজেলা আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গ সংগঠন এর আয়োজনে গতকাল বিকেলে বেগম আরাফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের ইফতার পার্টিতে হামলার প্রতিবাদে দশমিনা উপজেলা সাধারন সম্পাদক এ্যড ইকবাল মাহামুদ লিটনের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দশমিনা উপজেলা আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আজ সোমবার সকালে দশমিনা উপজেলা আওয়ামীলীগের তালাবদ্ধ অফিসের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন দশমিনা উপজেলা রাজনৈতিক ভাবে একটি শান্তি প্রিয় এলাকা দশমিনা উপজেলা আওয়ামীলীগের যে সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠন আছে এদের নেতৃত্ব দানকারী নেতৃস্থানীয় সকলেই অত্যন্ত সহনশীল ও ধৈর্যশীল। দশমিনা উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী ও অঙ্গ সংগঠন কোন অন্যায় অপরাধের সহিত জড়িত নয়।

গতকাল দশমিনা উপজেলা সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন বিকাল চার ঘটিকার সময় বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে ইফতার পার্টি আয়োজন করে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর অনুমতি নিয়ে সকল আয়োজন সু সম্পন্ন করে।

দশমিনার প্রত্যন্ত এলাকা থেকে সকল সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক বৃন্দ যখন আয়োজন স্থলে আসিতে ছিল ঠিক সেই মুহুর্তে দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে আয়োজন স্থলে প্রবেশ করে যাহাদের কোন আওয়ামী রাজনৈতিক পরিচয় ছিলনা।

অনুষ্ঠানে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহামুদ লিটনের নির্দেশে পরিচালনা করতে ছিলেন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আল আমিন মুন্সী।

হঠাৎ আল আমিন মুন্সীকে পরিকল্পিত ভাবে উদ্দেশ্যকরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহামুদ লিটনের নির্দেশে কতিপয় বহিরাগত সন্ত্রাসীরা বলে তুমি সঠিক ভাবে অনুষ্ঠান পরিচালনা কর। সাথে সাথে কতিপয় সন্ত্রাসী বাহিনী মারমুখী হয়ে মঞ্চের কাছে গিয়ে আল আমিন মুন্সীকে অতর্কিত হামলা করে গুরুতর জখম করে ।

এ ছাড়াও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজি শাকিল আহত হয়ে দশমিনা হাসপালাতে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং দশমিনা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ন হেলাল গাজী সহ প্রায় ১০-১২ জন নেতা কর্মী আহত হয়। সন্ত্রাসী বাহীনি অনুষ্ঠান মঞ্চ সহ প্রায় দুই শতাধিক চেয়ার ভাংচুর করে।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন দশমিনা উপজেলা আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গ সংগঠন একত্রিত হয়ে রোজাদার ব্যাক্তিদের জন্য যে ইফতারির আয়োজন করে তাহা পণ্ড করে দলের ভাবমূর্তি ও ধর্মীয় অনুভুতিকে যাহারা চরম ভাবে বিনষ্ট করে আমরা দশমিনা উপজেলার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পালিত সন্ত্রাসীদের প্রতি তীব্র ঘৃনা প্রকাশ করছি।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পালোয়ান সাধারন সম্পাদক এড অরুপ কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সবুজ মহাল্লাদার, সাধারন সম্পাদক হাসান সেরনিয়াবাদ, শ্রমিকলীগের লীগের সভাপতি মোঃ বেল্লাল হোসেন সরদার, মহসীন জোমাদ্দার, মৎসজীবি লীগের সভাপতি মোঃ হাসান মোর্শেদ, সাধারন সম্পাদক আবিদ হাসান তুয়েল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন, সাধারন সম্পাদক হাফিজু রহমান প্রমুখ।

পত্রিকা একাত্তর /মোঃ আসাদুল মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news