পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

২৬ এপ্রিল, ২০২২, ১ year আগে

পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ

বরগুনার পাথরঘাটায় মুরগি জবাই করার ওপর খাজনা নির্ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুরগি বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকেই পাথরঘাটা বাজারে মুরগি বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন খামখেয়ালিভাবে মুরগি জবাই করার ওপর খাজনা নির্ধারণ করেছেন। হাটবাজারে সরকারি টোল রেটে এ ধরনের খাজনা না থাকায় ব্যবসায়ী জবাই করা মুরগির ওপর খাজনা দিতে নারাজ। এ জন্য খাজনা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মুরগির ড্রেসিং করার মেশিনসহ অন্যান্য মালামাল ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

এ কারণে মঙ্গলবার সকাল থেকেই পাথরঘাটা বাজারে মুরগি বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বাজারে মুরগি কিনতে আসা হাসন আলী, আহমেদ সুজন, হাবিবুর রহমানসহ কয়েকজন ক্রেতা জানান, ইজারাদার ও ব্যবসায়ীদের ঝামেলায় সকাল থেকে মুরগি কিনতে এসে দাঁড়িয়ে আছি। রমজানের মধ্যে ঈদের আগে মুরগি বাজারের এমন অবস্থা তাদের জন্য চরম ভোগান্তি হচ্ছে।

পাথরঘাটা মুরগির বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, আমরা মুরগি ক্রয়-বিক্রয়ের জন্য খাজনা দিচ্ছি। কিন্তু এ বছর পৌর মেয়র জবাই করা মুরগিপ্রতি সাত টাকা হারে খাজনা নির্ধারণ করে দেয়। কিন্তু এতে জেলা প্রশাসকের কার্যলয়ের কোনো ধরনের অনুমতি নেই।

মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন জানান, আমারা নিজেরাই দুজন ক্লিনার রেখে ক্রেতাদের সুবিধার জন্য ১০ টাকার বিনিময়ে ড্রেসিং করে দিচ্ছি। এর থেকে যদি সাত টাকা অতিরিক্ত খাজনা পরিশোধ করতে হয় তাহলেতো ড্রেসিং বন্ধ করে দিতে হবে।

ব্যবসায়ীরা জানান, এর সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত মুরগি বিক্রি বন্ধ রাখবেন তারা। এদিকে মুরগি বিক্রি বন্ধ থাকায় অতিরিক্ত গরমে প্রায় অর্ধশত মুরগি মার গেছে।

পত্রিকা একাত্তর /তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news