শুভ জন্মদিন কণ্ঠশিল্পী মুনিয়া মুন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন কণ্ঠশিল্পী মুনিয়া মুন

২০১২ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেন মুনিয়া মুন। সুরেলা কণ্ঠে শ্রোতা ও বিচারকদের মুগ্ধ করে সাফল্যও পান। পরিচিতি পান সারা দেশের মানুষের কাছে।

এ সময়ের প্রতিভাময়ী কণ্ঠশিল্পী মুনিয়া মুন তার বাবা এবং ফুফুরা আগে থেকেই গান করতেন। তাদের কণ্ঠে শুনে শুনে ক্ষুদে মুনও রপ্ত করে পেলতো লাইন থেকে লাইন। এতে করে সবাই অবাকই হতেন।

অভিভাবকরা তখনই বুঝতে পেরেছিলেন এই মেয়ে ভবিষ্যতে আকাশ ছুঁবে।পরে দাদুর অনুপ্রেরণায় সঙ্গীতের সেই আকাশছোঁয়া স্বপ্নের ভেলায় ভেসে এগিয়ে চলছে গাইবান্ধার মেয়ে মুনিয়া মুন।

ওস্তাদ মতিন-উর-রহমানের কাছে প্রথম হাতেখড়ি পাওয়া মুন অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন সবার পরিচিত মুখ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় যেকোনো অনুষ্ঠানে ক্রমাগত ডাক পড়ে তার। এরপর কলেজেও মুন হয়ে ওঠে সবার প্রিয় মুখ।

প্রথম থেকে আঞ্চলিক, ফোক, ভাটিয়ালি এবং আধুনিক গান করলেও ফোক গানের প্রতি তার দেখা দেয় মুনের বিশেষ দরদ। গানের সাথে প্রাণ মিশিয়ে মুন স্থানীয় শাপলা কুড়ির আসরসহ বিভিন্ন সংগঠনের প্রতিযোগিতামূলক সঙ্গীতায়োজনে বহুবার প্রথমস্থান অধিকার করে।

মুনিয়া মুন বেশ কিছু একক এবং ডুয়েট গানে কণ্ঠ দিয়ে সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে নতুন প্রজন্মের এই শিল্পী। তার মধ্যে ‘জীবন মানে যন্ত্রণা’, ‘মনের জমিন’, ‘দৃষ্টি দেখে’, ‘তোর মনেতে ছিল দয়াল’ এবং ‘ভবের বাড়ী’ উল্লেখযোগ্য। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন ডুয়েট গান ‘এই মন শুধু চাই তোকে’।

টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন স্টেজ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী৷বর্তমানে অ্যালবামের কাজের পাশাপাশি নিজের ইউটিউব নিয়ে কাজ করছেন তিনি।

তৈরি করছেন বেশকিছু মৌলিক গান। যেগুলো তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। গানকে ভালোবেসে শ্রোতাদের ভালোবাসা নিয়ে আগামীর পথ চলতে চান মুন।

আজ ১৭ এপ্রিল এই জনপ্রিয় সংগীতশিল্পী মুনিয়া মুন এর জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news