“সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’’ এই শ্লোগানকে সামনে রেখে আজ ৫ই জুন ২০২৩ বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরাম, লিডার্স, সিএনআরএস, সিসিডিবি, সুশীলন এবং কারিতাস বাংলাদেশ এর সম্মিলিত উদ্যোগে বিকাল ৪:০০ ঘটিকায় কলবাড়ী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা চত্বরে প্লাষ্টিক দূষন প্রতিরোধে সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও ব্যতিক্রমধর্মী এক সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদ্যাপনে ২০টি পর্যটকবাহী নৌযানের মাঝে ওয়েষ্টবিন বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সাইদউজ্জামান, ভাইস চেয়ারম্যন—শ্যামনগর উপজেলা; বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাবু অসীম কুমার মৃধা, চেয়ারম্যান, মুন্সীগঞ্জ ইউনিয়ন এবং আলহাজ্জ নজরুল ইসলাম গাজী, চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোহন কুমার মন্ডল, নিবার্হী পরিচালক, লিডার্স। এছাড়া আরও উপস্থিত ছিলেন এম কে ইকবাল হোসেন, রেঞ্চ কর্মকর্তা, নীল ডুমুর ফরেস্ট অফিস; মো: রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ— টুরিস্ট পুলিশ; এসএম মনোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার—সিসিডিবি; ড. সুমন কুমার মালাকার, প্রোগ্রাম অফিসার—কারিতাস বাংলাদেশ; সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা ম্যানেজার, সুশীলন; শহীদুল ইসলাম, ইউপি মেম্বর ৪নং ওয়ার্ড, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ; আব্দুল হালিম, সভাপতি উপকূলীয় প্রেসক্লাব।
দিবসটি পালনে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে ব্যতিক্রমধর্মী গীতি আলেখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের সচেতনতা বৃদ্ধিতে উজ্জীবিত করে তোলে। উক্ত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণী—পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ বিপ্লব