ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, মেয়র মো. শাহনেওয়াজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ।
আলোচনা সভা শেষে রচনা লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। সবশেষে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন