জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
২৮ মে (রোববার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।
এই সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে কোম্পানীগঞ্জ উপজেলা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন পরবর্তী বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ