বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক পুরস্কার জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার ক্লাব চত্বরে আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
রবিবার ২৮ মে বেলা ১১.৩০ মিনিটে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আন্জুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম প্রমুখ।
পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির