বিরামপুরে ভুমি সেবা সপ্তাহ পালিত


উপজেলা প্রতিনিধি, বিরামপুর প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ /
বিরামপুরে ভুমি সেবা সপ্তাহ পালিত

দিনাজপুর জেলার বিরামপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় বিরামপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স সভাকক্ষে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মেজবা, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভার:) মেসবাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহমত আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদ্বয়, গণ্যমান সুধীমন্ডলী, বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ-প্রধান শিক্ষক, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/এবিএম মুছা