চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্বের অন্যান্য দেশের মত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১২ ই মে ২০২৩ রোজ শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেট, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বে বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সেদের অধিকার সংরক্ষণ করুন। “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ “এই প্রতিপাদকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করেন আবাসিক মেডিকেল অফিসার মো:মোস্তাফিজুর রহমান সুজন।
উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের করে হাসপাতালের প্রধান সড়ক পদক্ষেপ করে। সভা শেষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান