দিনাজপুর জেলার বিরামপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী পদোন্নতি জনিত কারণে বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেলের যোগদানকৃত মঞ্জুরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৮ টার দিকে বিরামপুর প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা, শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসয়ম প্রদোন্নতি জনিত বদলি হওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী বিরামপুর থানায় দায়িত্বে থাকাকালীন তাঁর কিছু স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা তুলে ধরে আবেগপ্লুত হয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিহুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পদোন্নতি ও বদলি জনিত সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেলর একেএম ওহিদুন্নবী, নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল মঞ্জুরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, এসআই এরশাদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিস উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানাসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের কার্য্যকারী ও সাধারণ সদস্য, পুলিশ সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পদোন্নতি ও বদলি জনিত সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী বিদায় সংবর্ধনা পেয়ে আনন্দিত ও প্রেসক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ইং মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজুম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একেএম ওহিদুন্নবী এ পদোন্নতি পান।
বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী পদোন্নতি পেয়ে রংপুর রেঞ্জের কুড়িগ্রাম সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি হয়েছেন।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা
আপনার মতামত লিখুন :