পটুয়াখালী পৌরসভার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২৬/০৪/২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ /
পটুয়াখালী পৌরসভার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বুধবার ২৬ এপ্রিল সকালে ঝাউতলা এলাকায় শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন মাঠে এক জমকালো আয়োজনের মাধ্যমে পটুয়াখালী পৌরসভার আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০৩ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়।

পটুয়াখালী পৌর মেয়র ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এড হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হুমায়ূন কবির, জেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সারোয়ার, বিভিন্ন গনমাধ্যম কর্মীসহ জেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান