রাখাইন জনগোষ্ঠীর প্রাণের উৎসব সাংগ্রাইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ জলকেলি (ওয়াটার ফেস্টিভ্যাল)। এ উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় আনন্দে মেতেছেন রাখাইন সম্প্রদায়ের মানুষজন।এসময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অন্যকে পানি ছিটিয়ে উল্লাসে মেতেছে তরুণ-তরুণীরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে তিনদিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান। এরআগে সকালে বুদ্ধস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শুরু হয় ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব।
পুরাতনকে ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে রাখাইন তরুণ-তরুণীরা ধর্মীয় বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর জীবনী আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, মৈত্রীয় জলবর্ষণসহ বিভিন্ন আয়োজনে উৎসব মুখর হয় এ আয়োজন।
কুয়াকাটা রাখাইন পল্লির মাতব্বর উচান চিন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতিমা আক্তার রেখা, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, ট্যুরিস্ট ও থানা পুলিশ, বাংলাদেশ আদিবাসী ফরম বরিশালের আঞ্চলিক শাখার সভাপতি মংচোথিন তালুকদার।
কুয়াকাটার রাখাইন পাড়ার বাসিন্দা এ্যাডভোকেট চান চান সওদাগর জানান, ১৩৮৫ সালকে বরণ করতেই সাংগ্রাইয়ের শেষ অধ্যায় হিসাবে জলকেলির আয়োজন করেছি। আমরা খুবই আনন্দিত। মূলত এ জলকেলি অনুষ্ঠান ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।
পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান
আপনার মতামত লিখুন :