ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ /
ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ই এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ ফারজানা আফরিন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আইনুল হক, মেডিকেল অফিসার নাহিদা তাসনিম হিমি, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, মিডওয়াইফ ইনচার্জ জান্নাতুন, সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ আকলিমা বেগম, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, এসএসিএমও মোঃ রাসেল প্রমূখ।

রমজান মাসের পবিত্রতা রক্ষায় হাসপাতালে কর্মরত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিলের পরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষ্যে পান্তা-ইলিশের সান্ধ্যকালীন আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ