বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় ১৪৩০ বঙ্গাব্দ বরণ করে নিলেন পটুয়াখালীবাসী


বিভাগীয় ব্যুরো প্রধান প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ /
বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় ১৪৩০ বঙ্গাব্দ বরণ করে নিলেন পটুয়াখালীবাসী

চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।

জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে নিয়ে আসুক এবং প্রতিটি দিনই শুভ ও মঙ্গলময় হোক’ এই কামনায় পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে পিডিএসএ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়। এসময়ে শোভাযাত্রায় স্থান পায় বাংলার ঐতিহ্যের বিভিন্ন মোটিফ।

পরে বেলুন ফেস্টুন উড়িয়ে ৫ দিনব্যাপি লোকজ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান