সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত


উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ /
সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাংগালি সাংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।আবহমান কাল ধরে এ সাংস্কৃতি ও সার্বজনীন উৎসবটি পালিত হয়ে আসছে।

সেই ধারাবাহিকতায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। আজ ১৪-০৪-২৩ ইং তারিখ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ঘটিকায় সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ফয়সাল আহমেদ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি এর বিসস্ত সৈনিক সরিষাবাড়ী পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, এস.আই আঃ কাদির প্রমুখ।

এ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন