patrika71
ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ
এপ্রিল ৪, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফকে বদলি জনিত কারণে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান।

মঙ্গলবার উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভার মধ্যে দিয়ে উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকের পক্ষ হতে বিদায় সংবর্ধনার সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সহ-সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, কার্যনিবার্হী সদস্য হাবিবুর রহমান হবি, শামীম পারভেজ প্রমূখ।

উপজেলা নিবার্হী অফিসার দীর্ঘ আড়াই বছর সুন্দরগঞ্জে অবস্থান করা কালিন সময়ের বিভিন্ন কর্মকান্ডের স্মৃতিচারণ করেন। স্মৃতি চারণে তিনি বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন সুন্দরগঞ্জ উপজেলায় কোন শিল্প প্রতিষ্ঠান নেই। উপজেলার মানুষ আবাদি জমি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ছোটখাট চাকরির উপর নির্ভরশীল। সে কারণে জমি-জমা এবং বেসরকারি প্রতিষ্ঠান সমুহের সমস্যা অনেকটা বেশি। উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি চাকরি জীবনের প্রথম উপজেলা নিবার্হী অফিসার হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদান করেন।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল