লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একমাত্র ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান নর্থল্যান্ড স্কুল এন্ড কলেজে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সম্মাননা, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হাতীবান্ধার প্রাণকেন্দ্রে অবস্থিত নর্থল্যান্ড স্কুল কলেজের পরিচালক ইমরুল কায়েস হিরু’র সঞ্চালনায় প্রতিষ্ঠানের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১- আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, প্রতিষ্ঠানের পরিচালক শামসুজ্জামান সেলিম, শিক্ষক শিক্ষার্থী সহ সাংবাদিক বৃন্দ। এসময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীনদের বরণ করা হয়।
জানা যায় প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে ১০০% পাশের হার সহ ৫০% জিপিএ- ৫ অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন বলেন গুনগত শিক্ষাই পারে স্মার্ট বাংলাদেশ গড়তে, তাই সঠিক শিক্ষা অর্জন করতে হবে। আমি গুনগত শিক্ষার পক্ষে এবং আগামীতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান