ডোমারে স্বাধীনতা চত্বরে পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে স্বাধীনতা চত্বরে পুনর্মিলনী অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে আবদুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি স্মারক স্বাধীনতা চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরায় সাবেক এমএনএ এবং হুইপ আবদুর রউফ’র গ্রামের বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি স্মারক ‘স্বাধীনতা চত্ত্বর’ প্রাঙ্গনে ‘আবদুর রউফ ফাউন্ডেশন’ এর আয়োজনে অনুষ্ঠিত পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—আবদুর রউফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তফা মঈন উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যপক আলহাজ্ব করিমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহাবুবুর রহমান, মশিয়ার রহমান, মতিউর রহমান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক নিশাত মরিয়ম প্রমূখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভায় কেন্দ্রীয় পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক হুইপ আবদুর রউফ এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ফরিদা রউফ আশা’র স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আনোয়ার হোসেনের পরিচালনায় ও বড়রাউতা দেবীর ডাঙ্গা উন্মুক্ত নাট্য দলের পরিবেশনায় নাটক ‘এসো আলোর পথে’ মঞ্চায়িত করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news