সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি মহদোয়ের নেতৃত্বে চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ইউএনও পরিমল কুমার সরকার ও ওসি সুমন কুমার মহন্ত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু প্রমুখ।
এসময় বিরামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল কালাম বকুল,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, যুব কর্মকর্তা জালিম মন্ডল, প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, আরমান হোসেন, শফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’র মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ঐতিহাসিক ৭ই মার্চের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আয়োজনে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও প্রজেক্ট বিতরণ ও মহিলা উদ্যাক্তাদের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি শিবলী সাদিক এমপি।
পরিশেষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা
আপনার মতামত লিখুন :