patrika71
ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্প স্তবক অর্পণ

উপজেলা প্রতিনিধি, মনিরামপুর
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনিরামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে পুষ্প স্তবক অর্পণ করেন মাননীয় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য্য এমপি উত্তম চক্রবর্তী বাচ্চু তাসরিন সুলতানা শোভা ও আওয়ামিলীগ যুবলীগ যুব মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গ সঙ্গ গঠনের নেতা কর্মী বৃন্দ।

এদিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে আজ (২১ ফেব্রুয়ারী) ভোরে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ইউনিয়ন চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু ইউনিয়ন ওয়ার্ড সদস্য গ্রাম পুলিশ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। মনোহরপুর মনোহরপুর কাছারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোহরপুর কাছারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ।

ইউনিয়ন চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টুর ও ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃত্বে দিনটি পালনে নেওয়া হয় প্রস্তুতি।সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে অর্ধ নিমিত পতাকা উত্তোলন,বিনম্র শ্রদ্ধা, জাতীয় সংগীত পরিবেশন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে বক্তৃতায় ভাই হারানোর ব্যথা আর মায়ের ভাষার মর্যাদা রক্ষার গৌরব আর অহংকার মাখা সেই মহান ২১ ফেব্রুয়ারী আজ মঙ্গলবার । ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে এসেছিল বাংলা মায়ের বিক্ষুব্ধ সন্তানেরা। রাষ্ট্রভাষা বাংলার দাবীতে মুখর ছাত্রদের রুখে দিতে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতসহ নাম না জানা আরও অনেক শহীদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা। সেই থেকে ২১ ফেব্রুয়ারী অমর একুশে মহান শহীদ দিবস। আজ ভোরবেলা থেকে সর্বত্র বেজে ওঠেছে সেই কালজয়ী সুর ‘আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পরি…।’

বাঙালি জাতির স্বতন্ত্র প্রেরণার উৎস ও অবিস্মরণীয় এই দিনটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে আজ। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল ও চিরভাস্বর ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের সূর্য সন্তানরা। তাঁদের রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছি মায়ের ভাষা পেয়েছি স্বাধীনতা।

সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে। র‍্যালি বের করা হয় র‍্যালিতে মনোহরপুর ইউনিয়ন পরিষদ ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ তাঁতীলীগ মনোহরপুর কাচারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোহরপুর কাচারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয় মনোহরপুর কাঁচারী বাড়ি কারিগরি ও বিজ্ঞান কলেজ কলেজ এর সকল শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ র‍্যালিতে অংশ নেয়।

পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন