আজ বাঙালির প্রেরণার প্রতীক অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্নদানকারী সকল বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে। এক সাগর রক্তের বিনিময়েভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন এই একুশে ফেব্রুয়ারি। সব বাঁধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এদিন সালাম,বরকত, রফিক, জব্বারসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহিদদের।
এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সুপার কুষ্টিয়া জনাব মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়া। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিরপ্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।পুস্পস্তবক অর্পণ শেষে শহিদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
এরপর কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহিদ পরিবার ও শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, আরওআই রিজার্ভ অফিস, কুষ্টিয়া, ওসি ডিবি, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, ইনচার্জ সাইবার ক্রাইম ইউনিট, ইনচার্জ কুষ্টিয়া পুলিশ হাসপাতাল, ইনচার্জ, নারী প্রত্যয়ী, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন