ডোমার বাজারে করোনা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমার বাজারে করোনা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলার হাটবাজারে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যেখানে অনলাইন রেজিস্ট্রেশন কিংবা জাতীয় পরিচয়পত্র ছাড়াও টিকা পাওয়া যাচ্ছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকাল থেকে ডোমার বাজার বাটার মোড়ের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার মার্কেটের নিচতলায় ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় উন্মুক্ত টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী হামিদুল ফেরদৌস পুলক প্রমুখ।

ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, উন্মুক্ত করোনার টিকা প্রদান ক্যাম্পেইনের প্রথমদিনেই ৫ শত ৬৩ জন ডোমার বাজারে টিকা গ্রহণ করেছেন। উপজেলার প্রায় প্রত্যেক হাটবাজারে এমন ক্যাম্পেইন চালু হলো আজ থেকে। আগামী ২৬শে ফেব্রুয়ারী করোনার টিকার ১ম ডোজ প্রদানের শেষ তারিখ হওয়ার জোরদার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news